২৭শে সেপ্টেম্বর সন্ধ্যায় “সেঙ সীন” নামক একটি জাহাজের ইঞ্জিন রুমে অগ্নি নির্বাপনের জন্য ব্যবহৃত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরিত হলে জাহাজের ২ জন নাবিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং গ্যাসের বিষক্রিয়ায় মুমূর্ষ আরো দুজন নাবিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। জাহাজটি চায়নার জে জিয়াং প্রদেশের একটি শিপইয়ার্ডে অবস্থান করছিল।
সূত্র মতে জানা যায়, জাহাজের নাবিকরা জাহাজের কার্বন-ডাই-অক্সাইড অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করছিল এবং পরিদর্শনকালে নাবিকদের ভুলে ইঞ্জিন রুমে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসৃত হয়।
জাহাজটি গত ১৮ ই সেপ্টেম্বর জর্ডান হতে জৌসান প্রদেশের নিংবো বন্দরে আগমন করে।