চট্টগ্রাম-রেনং বন্দর সরাসরি জাহাজ চলাচল শুরু হচ্ছে

চট্টগ্রাম বন্দরের সাথে থাইল্যান্ডের রেনং সমুদ্রবন্দরের সরাসরি জাহাজ যোগাযোগ শুরু হচ্ছে। মুলত দুরত্ব কমিয়ে অর্থ-সময় সাশ্রয় করতেই দুইদেশ এই উদ্যোগ নিয়েছে। শিগগিরই দুদেশের মধ্যে একটি সমঝােতা স্মারক স্বাক্ষর হচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদী সুমিতমোর বলেন, সমুদ্র পথে সরাসরি জাহাজ যোগাযোগ স্থাপনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে থাই কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষরের অপেক্ষা রয়েছে। এই চুক্তি সম্পাদন হলে তা দুদেশের বাণিজ্য সহায়ক হবে।
দু’দেশের মধ্যে বিদ্যমান সুসস্পর্ক ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ মূল লক্ষ্য উল্লেখ করে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন-এক্ষেত্রে এখনো অনেক সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি সম্ভব হবে।
চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি থাইল্যান্ডের রেনং বন্দরে পণ্যবাহি জাহাজ চলাচল শুরু হলে দুইদেশের ব্যবসায়ীরা লাভবান হবেন উল্লেখ করে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সরাসরি সমুদ্র পথে জাহাজ চলাচল শুরুর মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে সময় ৩-৪ দিনে এবং পরিবহন ব্যয় অর্ধেকে নেমে আসবে।
থাই অনারারী কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, রেনং বন্দরে পণ্য পরিবহন সাশ্রয়ী করার লক্ষ্যে থাই সরকার রেলপথ ও সড়ক পথ উন্নয়ন করছে। তিনি কক্সবাজারের সাথে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বিমান যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব বলে মনে করেন। এছাড়া যৌথ উদ্যোগে শিল্প স্থাপনে বাংলাদেশী ব্যবসায়ীদেরকে থাই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ স্থাপনের পরামর্শ প্রদান করেন।