কেডিএস ডিপোতে ধর্মঘট: ৬৪ রপ্তানি কন্টেইনার না নিয়েই জাহাজ চট্টগ্রাম বন্দর ছাড়লো

চট্টগ্রামের কেডিএস কন্টেইনার ডিপো থেকে রপ্তানি পণ্য বন্দর জেটিতে না পৌঁছায় ৬৪ একক রপ্তানি কন্টেইনার ফেলে রেখেই চট্টগ্রাম বন্দর জেটি ছাড়তে হয়েছে একটি বিদেশি জাহাজকে। জাহাজটির নাম ‘হারম্যান শেপারস’। আজ শুক্রবার বিকাল ৫টায় জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়েছে।
কেডিএস কন্টেইনার ডিপােতে দুইদিন ধরে ট্রাক চালক ধর্মঘটের কারণে আজ শুক্রবার ৬৪ একক রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছতে পারেনি। জাহাজটিতে ৮শ একক রপ্তানি কন্টেইনার বুকিং থাকলেও শেষ পর্যন্ত ৬৪ একক কন্টেইনার নিতে পারেনি। ধর্মঘট অব্যাহত থাকায় আগামীকালও এমন পরিস্থিতি হওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে জাহাজটির দেশিয় শিপিং এজেন্ট মেডিটেরানিয়ান শিপিং কম্পানির (এমএসসি) ডেপুটি জেনারেল ম্যানেজার আজমীর হোসাইন চৌধুরী বলছেন, শুক্রবার বিকাল ৫টায় জাহাজটি বন্দর ছেড়ে এর আগে ৬৪ একক রপ্তানি কন্টেইনার জেটিতে না পৌঁছায় সেই পণ্য ছাড়াই জাহাজ বন্দর ছেড়েছে। দুদিন ধরে কেডিএস ডিপোতে ট্রাক চালক ধর্মঘটের কারণে রপ্তানি পণ্য বন্দর জেটিতে পৌঁছতে পারেনি। ধর্মঘট অব্যাহত থাকলে শনিবার কেডিএস’র নির্ধারিত রপ্তানি পণ্য না নিয়েই জাহাজ ছেড়ে যেতে হবে। তিনি বলছেন, ‘হারম্যান শেপারস’ জাহাজটিতে মোট ৮শ একক রপ্তানি পণ্য বোঝাই করার শিডিউল ছিল। ৬৪ একক কন্টেইনার ছাড়া বাকি সবই জাহাজে তোলা হয়েছে।
এদিকে শুধুমাত্র কেডিএস কন্টেইনার ডিপোতে ট্রাক চালক ধর্মঘটের কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন গার্মেন্ট মালিকরা। কারণ এই পণ্য নির্ধারিত সময়ে জাহাজে বোঝাই করতে না পারলে ট্রান্সশিপমেন্ট বন্দরে গিয়ে বড় জাহাজে এসব পন্য জাহাজীকরণ করা যাবে না। আর সেটি যদি করা না যায় তাহলে বিদেশি ক্রেতার কাছে নির্ধারিত সমযে পণ্য না পৌঁছানোর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বাংলাদেশি গার্মেন্ট মালিকরা।