২০২১ সালে সবচে বেশি পণ্য পরিবহন হয়েছিল ‘পলো-৯’ কন্টেইনার জাহাজে। জাহাজটি আমদানি-রপ্তানি মিলিয়ে মোট ৩ হাজার ৪৩০ একক কন্টেইনার পরিবহন করেছিল। ২০২১ সালে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়া ৪২০৯টি পণ্যবাহি জাহাজের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পণ্যবাহি জাহাজ।
জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছিল ২০২১ সালের ২ জানুয়ারি; আর বন্দর ছেড়ে গিয়েছিল ৪ জানুয়ারি ২০২১। জাহাজটি ১১১৪ একক কন্টেইনার আমদানি পণ্য নিয়ে বন্দর জেটিতে ভিড়েছিল; আর ফিরতি পথে ২৩১৬ একক রপ্তানি কন্টেইনার নিয়ে বন্দর ছেড়েছিল।
জানতে চাইলে জাহাজটির শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাহেদ সারোয়ার বলেন, বন্দর জেটিতে ভিড়া কন্টেইনার জাহাজের মধ্যে ‘পলো-৯’ জাহাজেই সর্বোচ্চ পণ্য পরিবহন হয়েছে। জাহাজটি আমদানি-রপ্তানি মিলিয়ে ৪২০৯টি একক কন্টেইনার পরিবহন করেছে; যা ২০২১ সালের রেকর্ড।
তিনি বলেন, বড় জাহাজে পণ্য পরিবহন করতে পারলে শিপিং লাইন, আমদানিকারক, চট্টগ্রাম বন্দরের লাভ। কারণ কম সময়ে বেশি পণ্য পরিবহন সম্ভব হয়; এতে সময়, ব্যয় সাশ্রয় হয়। কিন্তু সবসময় আমরা চাইলেও বেশি পণ্য পরিবহন করতে পারি না।কারণ সেরকম বুকিং থাকতে হবে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরে ৮৫টি কন্টেইনার জাহাজ দিয়ে বিভিন্ন রুটে পণ্য পরিবহন করে দেশি-বিদেশি জাহাজ পরিচালনাকারীরা। এরমধ্যে সবচে বড় জাহাজ দিয়ে পণ্য পরিবহন করে মায়ের্কস লাইন।