Accidentsবাংলা নিউজ
সিঙ্গাপুরের মালাক্কা প্রণালীতে দুই জাহাজের সংঘর্ষ

১১ই জুলাই মধ্যরাতে মালাক্কা প্রণালীর মেলাকা নামক স্থানের কাছাকাছি, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পোর্ট ডিক্সন এর মাঝামাঝি স্থানে মেগা কনটেনার জাহাজ জিফার লুমস ও প্যানামেক্স বাল্ক ক্যারিয়ার গালাপাগোস এর মধ্যে সংঘর্ষে উভয় জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায় নাই। উভয় জাহাজ সংঘর্ষস্থল এর কাছাকাছি স্থানে নোঙ্গর করে আছে। ২০২১ সালে জানুয়ারি মাসে তৈরি জিফার লুমস কনটেইনার জাহাজটি সিঙ্গাপুর বন্দর হতে সুয়েজ ক্যানালের দিকে যাত্রা করেছিল, অপরদিকে গ্যালাপাগোস জাহাজটি গন্তব্য ছিল ভারতের বিশাখাপত্তনাম পোর্ট।