আজ সকাল আনুমানিক ৭ টার সময় অভ্যন্তরীণ রুটে চলাচলের একটি জাহাজ “এম ভি নাহার” সন্দীপ এর কাছে ডুবে গেছে। জাহাজের সকল নাবিকদের কোস্টগার্ড উদ্ধার করেছেন এবং সকল নাবিক বর্তমানে নিরাপদে আছে। জাহাজটি চট্টগ্রাম থেকে ৭০০ মে: টন গম নিয়ে নোয়াপাড়া দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ জানার জন্য মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভবপর হয়নি। আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Most recent
১৮ হাজার পণ্যভর্তি কন্টেইনার আটকা পড়েছে ট্রান্সশিপমেন্ট বন্দরে
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্য আটকা পড়েছে বিদেশের চারটি ট্রান্সশিপমেন্ট বন্দরে। সিঙ্গাপুর, শ্রীলংকার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাঙ ও তানজুম পেলিপাস-এই চারটি বন্দরে জাহাজজটের কারণে অন্তত...