বাংলা নিউজ

শিপিং এজেন্ট এসোসিয়েশনের দায়িত্ব নিয়েছে আরিফের নেতৃত্বে নতুন কমিটি

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ শিপিং এজেন্টস এসােসিয়েশনের নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব নিয়েছে। আজ সোমবার চট্টগ্র্রামের আগ্রাবাদের চেম্বার ভবনের মিলনায়তনে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক কমিটির চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন নতুন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফকে। তারা আগামী দুই বছল অর্থ্যাৎ ২০২৩ সাল পর্যন্ত এসোসিয়েশনের নেতৃত্ব দিবেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, নির্বাচনে হারজিত থাকবে, শান্তিপূর্ণ এবং সৌহাদ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর করে আমরা সদস্যদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছি। আগামী দুই বছর সবার সম্মিলিত চেষ্টায় আমরা শিপিং সেক্টরের ভাবমূর্তি ধরে রাখতে কাজ করবো।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ নির্বাচনে শিপিং এজেন্টস এসোসিয়েশনের ২০২১-২০২৩ মেয়াদে অর্ডিনারি ক্যাটাগরি থেকে ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটাগরি থেকে ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সৈয়দ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ২৪ পরিচালক পদের মধ্যে ২২ পদে জয়ী হয়েছেন। বাকি দুই পদে জিতেছেন সাহেদ সারোয়ার প্যানেলের। ৫ এপ্রিল নির্বাচনী তফসীল অনুযায়ী এসোসিয়েশনের সভাকক্ষে নির্বাচিত পরিচালকদের সর্বসম্মত ভোটে সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.) চেয়ারম্যান, সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লি.) সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারা আগামী দুই বছর এসোসিয়েশনের নেতৃত্ব দিবেন।

অর্ডিনারি ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকরা হলেন, সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.), সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লি.), ওসমান গনি চৌধুরী (ইউ.এস. লাইনস ওভারসিস লি.), মো. শাহেদ ছরওয়ার (ক্রাউন নেভিগেশন কো. প্রা. লি.), মো. আজফার আলী (সারাফ শিপিং এজেন্সি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এস এম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়াত (জিবিএক্স লজিস্টিকস লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভারেট বাংলাদেশ প্রা. লি.), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.), এস এম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)।

এছাড়া এসোসিয়েট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার (গ্যালাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.), মো. নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.), নাজমুল হক (এ এন্ড জে ট্রেডার্স)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button