ভারতেও ভিড়তে পারেনি মার্কিন নিষিদ্ধ ‘উরসা মেজর’ জাহাজ বিশেষ প্রতিনিধি

ভারতের হালদিয়া সমুদ্রবন্দরে ভিড়তে পারেনি রাশিয়ান ‘উরসা মেজর’ জাহাজ। মার্কিন নিষেধাজ্ঞাভূক্ত থাকায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা পণ্য খালাস না করেই বাংলাদেশ ত্যাগ করেছিল জাহাজটি। এরপর জাহাজটি পশ্চিমবঙ্গের হালদিয়া বন্দরে ভিড়ার জন্য গিয়েছিল। প্রায় দুই সপ্তাহ সেখানে অপেক্ষার পর পণ্য খালাসের জন্য জাহাজটি নয়াদিল্লির অনুমতি পেতে ব্যর্থ হয়। এ অবস্থায় ১৬ জানুয়ারি ভারতের জলসীমা ছেড়ে যাচ্ছে জাহাজটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় সেটি হালদিয়া বন্দরে ভিড়বে না। এখন জাহাজটি রাশিয়া ফিরে যাবে। আর উরসা মেজরের পরিবর্তে এখন অন্য জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বাংলাদেশে পাঠানো হবে।
জানা গেছে, ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের সময় উরসা মেজরে রূপপুরের পণ্য পরিবহনের প্রসঙ্গটি আলোচনায় আসে। ১৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার সময় বাংলাদেশের পক্ষ থেকে ডোনাল্ড লুরকে বলা হয়, জাহাজটিতে পণ্য খালাসে জটিলতার কারণে রূপপুর প্রকল্প বিলম্বিত হবে। তা ছাড়া একই জাহাজে আগে ভারতে পণ্য খালাস হয়েছে। এখন বাংলাদেশে পণ্য খালাসের ক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রসঙ্গটি সামনে এনেছে যুক্তরাষ্ট্র। তখন ডোনাল্ড লু জানান, উরসা মেজরের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞার কথা ভারতকেও জানানো হয়েছে। ভারতেও জাহাজটি পণ্য খালাস করতে পারবে না।
রাশিয়ার পতাকাবাহী জাহাজটির রূপপুর প্রকল্পের সরঞ্জাম নিয়ে গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তার আগেই ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, জাহাজটি আসলে ‘উরসা মেজর’ নয়। এটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা-৩’ জাহাজ। এরপর থেকে জাহাজটি ভিড়াতে সম্মত হয়নি বাংলাদেশ।
এরপর মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ৬৯ রাশিয়ান জাহাজকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করে সরকার।