বাংলা নিউজ

বাংলাদেশ জলসীমায় একবছরে দস্যুতা বেড়ে ৫টি

বাংলাদেশ জলসীমায় আসা পণ্যবাহি জাহাজে ২০২২ সালে ৫টি দস্যুতার ঘটনা রেকর্ড করেছে রিক্যাপ। এরমধ্যে চট্টগ্রাম বন্দরে তিনটি এবং মোংলা বন্দরে দুটি ঘটনা ঘটেছে।বাণিজ্যিক জাহাজে সংগঠিত সশস্ত্র ডাকাতি, দস্যুতা ও চুরি প্রতিরোধে কর্মরত আন্তর্জাতিক সংগঠন রিক্যাপ প্রকাশিত ২০২২ সালের জানুয়ারি-ডিসেম্বরের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

২০২১ সালেও চট্টগ্রাম বন্দর দস্যুতা বা পাইরেসিমুক্ত ছিল। এতে বেশ স্বস্তিতে ছিলেন বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীরা। দস্যুতামুক্ত থাকায় বিশ্বের শিপিং সেক্টরে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল। কিন্তু এই পাঁচটি ঘটনায় হোঁচট খেল বন্দরের সেই সাফল্য।

২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোনো দস্যুতা-চুরির ঘটনা ছিল না বন্দর জলসীমায়। মার্চ মাসে একটি ঘটনা ঘটেছে, আর এপ্রিলে ঘটেছে দুটি ঘটনা। তিনটি ঘটনাই বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায়। আর তিনটি ঘটনাই ঘটেছে তেলবাহি ট্যাংকার জাহাজে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘এসব চুরির ঘটনা খুবই ছোট্ট এবং বিচ্ছিন্ন। এর পরও আমরা বিষয়টিকে ছোট বলে উড়িয়ে দিচ্ছি না। বন্দরের জলসীমা বেড়েছে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ফলে ছোট ঘটনাও যাতে আর না ঘটে সে জন্য চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী ও কোস্ট গার্ড জলসীমা পাইরেসিমুক্ত করতে সক্রিয় ভূমিকা রাখছে।

মুলত মার্চ এপ্রিলের ঘটনার পর জলসীমার নিরাপত্তার রক্ষার কাজে নিয়োজিত নৌ বাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দরের যৌথ তদারকিতে নতুন করে আর ঘটনা ঘটেনি। এরইমধ্যে বেশ ক’টি অভিযানে দস্যুদের আটক করেছে। দস্যুতা ঠেকাতে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সাগরে বন্দর জলসীমায় নিরাপত্তা মহড়াও করেছে এই বাহিনী।

রিক্যাপ রিপোর্টে, বিশ্বজুড়ে জলসীমায় ৮০টি দস্যুতার ঘটনা রেকর্ড করেছে রিক্যাপ। এরমধ্যে সবচে বেশি ঘটনা ঘটেছে সিঙ্গাপুর প্রনালীতে ৫৫টি। এরপর ইন্দােনেশিয়ায় ১০টি, ভারত ৫টি, বাংলাদেশ ৫টি, ফিলিপাইনস ৪টি ঘটনা রেকর্ড হয়েছে। এর আগের বছর ২০২১ সালে সিঙ্গাপুর প্রনালীতে ৪৯টি, ভারতে ৫টি। মালয়শেয়িায় একটি এবং বাংলাদেশে কোন দস্যুতা ঘটেনি।

রিক্যাপ রিপোর্টে, চট্টগ্রাম বন্দর জলসীমার কুতুবদিয়া এলাকার সাগরে গত ১৫ মার্চ ‘ওয়াসান টোপাজ’ ট্যাংকার জাহাজ, ১৬ এপ্রিল ‘বিএলপিজি সোফিয়া’ এলপিজি ট্যাংকার জাহাজ এবং ২৬ এপ্রিল ‘এসটিআই ম্যাজিস্টার’ ট্যাংকার জাহাজে পাইরেসির ঘটনা ঘটে। প্রতিবেদনে তিনটি ঘটনায় ডাকাতির ঘটনা ঘটেনি। শুধু চুরির উদ্দেশ্যেই সেটি ঘটেছে। তিনটি ঘটনায় রশি, রং ও তার চুরি হয়েছে। কোস্ট গার্ড টিম দ্রুত সেগুলো উদ্ধার করেছে। আর এসব ঘটনায় জাহাজের কোনো ক্যাপ্টেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button