Accidentsবাংলা নিউজ
বাংলাদেশের জলসীমায় অফশোর সরবরাহকারী জাহাজ ডুবে গেছে

৬ই ডিসেম্বর সকালে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় অফশোর সরবরাহকারী জাহাজ “এক্সপ্রেস ৫৪” ডুবে গেছে বলে জানা গেছে। জাহাজের তলায় বস্তুর আঘাতে ফুটো হয়ে পানি প্রবেশ করার কারণে পায়রা বন্দর এলাকায় জাহাজটি ডুবে যায় অনুমান করা হচ্ছে। “এক্সপ্রেস ৫৪” জাহাজটিকে পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্পের কাজের অংশ হিসেবে ড্রেজিং কাজে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছিল। জাহাজের ১২ জন নাবিককে উদ্ধার করে পায়রা বন্দরে স্থানান্তর করা হয়েছে।