পটুয়াখালীর পায়রাবন্দরসংলগ্ন বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি আরগো।
বৃহস্পতিবার সন্ধ্যায় পায়রাবন্দরের রাবনাবাদ মোহনার প্রথম বয়া থেকে ১৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, এমভি আরগো নামের জাহাজটি কলকাতা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ঢেউয়ের তোড়ে জাহাজটির তলা ফেটে যায়।
জাহাজে থাকা ১৪ নাবিকের সবাই বয়ার ওপরে আশ্রয় নিয়েছিলেন। পরে নৌবাহিনী সদস্যরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম বন্দরে নিয়ে যায়। তবে জাহাজটি এখনও পর্যন্ত উদ্ধার হয়নি।
পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলম জানান, এ মুহূর্তে পায়রাবন্দরে পণ্য নিয়ে আসার অথবা এখান থেকে যাওয়ার কোনো জাহাজ নেই। এটি অন্য কোনো পর্যায়ের জাহাজ হতে পারে। এ বিষয়ে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত জানতে কোস্টগার্ডের দক্ষিণ জোন ভোলার জোনাল কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইলে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি।