পণ্য পরিবহন ধর্মঘটের চারদিনের ধকল সামাল দিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে চট্টগ্রাম বন্দরের এক সপ্তাহ সময় লাগবে। এজন্য চারটি উদ্যােগ নিয়ে সেগুলোর বাস্তবায়ন শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর পরিচালক (পরিবহন) এনামুল করিম বলছেন, ধর্মঘটের ধকল সামাল দিতে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান মহোদযের পরামর্শে আমরা চারটি সিদ্ধান্ত কার্যকর করেছি। এরফলে দ্রুতই জাহাজের অপেক্ষমান সময় কমে সহনীয় পর্যায়ে চলে আসবে।
তিনি বলেন, ধর্মঘট চলাকালীন সময়ে একটি কন্টেইনার জাহাজ ৯৫ ঘন্টায় জেটিতে থাকার সুযোগ দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল, ধর্মঘট প্রত্যাহার হলেই যাতে দ্রুত রপ্তানি কন্টেইনার জাহাজীকরন করা যায়। এখন ৪৮ ঘন্টার মধ্যেই কন্টেইনার জাহাজকে জেটি ছাড়তেই হবে। জাহাজের ‘কাট অফ টাইম’ শিথিলের সুযোগ বন্ধ করা হয়েছে; যাতে অনটাইমে রপ্তানি পণ্য জেটিতে পৌঁছানো নিশ্চিত হয়।
এনামুল করিম বলছেন, বন্দরের এফ শেডের আদলে ১ হাজার একক কন্টেইনার রাখার জন্য একটি স্থান সাময়িক সময়ের জন্য তৈরী করেছি। ফলে কন্টেইনার রাখার ধারনক্ষমতা ৪০ হাজার একক ছাড়াল। আর আমদানিকারকদের তাগাদা দিয়েছি দ্রুত পণ্য ডেলিভারি নেয়ার জন্য। এরফলে গত কদিনে ৪ হাজার এককের বেশি কন্টেইনার ডেলিভারি হয়েছে। সব মিলিয়ে সাতদিনের মধ্যেই বন্দরের পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে।