ভারতীয় এক নাবিক সংগঠন দাবি করেছেন, বর্তমান কোভিড পরিস্থিতির কারণে যে সমস্ত বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিকরা কর্মরত আছেন সেই সমস্ত জাহাজগুলোকে চীনা সমুদ্রবন্দরগুলোতে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছেন বেইজিং। ফলে ব্যাপকহারে ভারতীয় নাবিকরা চাকরি হারাচ্ছেন। অল ইন্ডিয়া সি ফেয়ারার এন্ড জেনারেল ওয়ার্কার ইউনিয়ন বলছে, তারা নৌবন্দর, নৌপরিবহন ও নৌপথের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে, নৌ পরিবহন অধিদপ্তর ও বিদেশ বিষয়ক মন্ত্রণালয়কে এই অলিখিত নিষেধাজ্ঞার বিষয়ে অবগত করেছেন এবং এও বলেছেন এই নিষেধাজ্ঞার ফলে কমপক্ষে ২১০০০ ভারতীয় নাবিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। চীনের এই পদক্ষেপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পশ্চিম ইউরোপের জাহাজ মালিকরা তাদের যে সমস্ত জাহাজসমূহ চীন বন্দরে গমন করে সে সমস্ত জাহাজগুলোতে ভারতীয় নাবিক এর পরিবর্তে ফিলিপিনো, ভিয়েতনামি এবং চীনা নাবিকদের নিয়োগ দিচ্ছেন। সংগঠনটি বলেছেন, চীন ভারতীয় নাবিকদের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে ভারতেরও উচিত তার পাল্টা পদক্ষেপ নেয়া।
চীনা বন্দরে ভারতীয় নাবিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা জারি
1 February, 2023
Views