নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে কন্টেনারবাহী বিদেশি দুটি জাহাজের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বন্দর সূত্রে জানা যায়-শুক্রবার সকালে পানামার পতাকাবাহী একটি জাহাজের ধাক্কায় এসসিটি ৫ নম্বর জেটিতে থাকা আরেকটি জাহাজ থেকে পণ্যবাহী একটি কন্টেইনার নদীতে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরও তিনটি কন্টেইনার। ঘটনার দুই ঘন্টা পর নদীতে পড়ে যাওয়া কন্টেইনারটি উদ্ধার হয়েছে জানিয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, পানামার পতাকাবাহী চীনের কসকো শিপিং স্পেশালাইজড ক্যারিয়ার কোম্পানির জাহাজ ‘এমভি শিং ফু সং’ গত শুক্রবার সকালে বন্দর জেটি ছেড়ে মংলা বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বন্দরের চার নম্বর জেটি থেকে সাগরের দিকে যাওয়ার সময় শিং ফু সং জাহাজটি জেটিতে থাকা ‘এমভি মেরিন দিয়া’ নামে কনটেইনার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে এমভি মেরিন থেকে একটি কনটেইনার নদীতে পড়ে যায়। তিনটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি)তে ২ জাহাজের সংঘর্ষ
1 February, 2023
Views