Portsবাংলা নিউজ

একসাথে দুটি কলম্বোগামি জাহাজ ভিড়ালো চট্টগ্রাম বন্দর

বিশেষ প্রতিনিধি
রপ্তানি পণ্য দ্রুত জাহাজীকরণ নিশ্চিত করতে একসাথে কলম্বোগামি দুটি কন্টেইনার জাহাজ জেটিতে ভিড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুটি জাহাজ হচ্ছে, ‘সান আলফানসো’, ও ‘মানাতি’। এরমধ্যে একটি জাহাজকে অগ্রাধিকারভিত্তিতে জেটিতে ভিড়ার সুযোগ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এরফলে ঈদের আগেই রপ্তানি পণ্য আটকে থাকার পরিমান কমে যাবে আশা করছে বন্দর।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর পরিচালক (পরিবহন) এনামুল করিম বলছেন, জেটিতে কলম্বোগামি দুটি জাহাজ জেটিতে ভিড়েছে গতকাল মঙ্গলবার। এরমধ্যে একটি জাহাজকে আমরা বন্দর চেয়ারম্যান মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার বার্থিং দিয়েছি। বাকি জাহাজটি নিয়মানুযায়ী ভিড়েছে জেটিতে।
এনামুল করিম বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বলছেন, এই মুহুর্তে বন্দর জেটিতে চারটি কন্টেইনার জাহাজ আছে, যেগুলো চট্টগ্রাম থেকে রপ্তানি পণ্য নিয়ে কলম্বো বন্দরে যাবে। আগামীকাল কলম্বোগামি দুটি জাহাজ জেটিতে আসবে, এরপরদিন আরো একটি কলম্বােগামি কন্টেইনার জাহাজ জেটিতে ভিড়বে। অর্থ্যাৎ ঈদের আগ পর্যন্ত ৭টি কলম্বোগামি ফিডার জাহাজে আমরা ১০ হাজার একক রপ্তানি কন্টেইনার পাঠাতে পারবো। ফলে এটা বড় অগ্রগতি হবে বলেই আমাদের আশা।
জানা গেছে, বেসরকারী ১৮টি কন্টেইনার ডিপোতে আজ বুধবার পর্যন্ত মোট ১৫ হাজার ৩১৪ একক রপ্তানি কন্টেইনার আছে। এর মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো বন্দর হয়ে ইউরোপ-আমেরিকায় যাওয়ার কথা।
চট্টগ্রাম বন্দরের হিসাবে, ডিপোতে থাকা রপ্তানি কন্টেইনারের মধ্যে ৭০ শতাংশই মায়ের্কস লাইনের। মায়ের্কস লাইন কর্তৃপক্ষও গত সোমবার বন্দরের সাথে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু সমস্যা হচ্ছে চট্টগ্রাম-কলম্বো রুটে মায়ের্কস লাইনের সহযোগি জাহাজ পরিচালনাকারী এমসিসি লাইনের নিজস্ব কোন ফিডার জাহাজ এই রুটে পণ্য পরিবহনে নেই। চট্টগ্রাম বন্দরে তাদের যে ১২টি জাহাজ রয়েছে সবগুলোই সিঙ্গাপুর, পোর্ট কেলাঙ, তানজুম পেলিপাস এবং চীনের বন্দরের। কিন্তু সিঙ্গাপুর বন্দরে জাহাজজটের কারণে তাদেরই বেশিরভাগ কন্টেইনার জমে আছে। বাংলাদেশি গার্মেন্ট রপ্তানিকারকরা মায়ের্কস লাইনের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে এখন বিপাকে পড়েছেন।
মায়ের্কস লাইনের এক কর্মকর্তা বলছেন, গত সোমবারের বৈঠকে আমরা বন্দরকে আশ্বস্ত করেছি দ্রুত রপ্তানি পণ্য জাহাজীকরনের। এরমধ্যে কলম্বোগামি নিজেদের জাহাজ বাড়ানো এবং কলম্বোগামি রপ্তানি কিছু পণ্য সিঙ্গাপুর বন্দর দিয়েও নিয়ে যাওয়া হবে। আর ঈদের আগের সপ্তাহ পর্যন্ত আমাদের বুকিং আছে মাত্র ১২শ একক রপ্তানি কন্টেইনার। ফলে ঈদের আগ পর্যন্ত রপ্তানি কন্টেইনার জট অনেকটাই কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button