অফডক ব্যবসায় শীর্ষে কেডিএস

কন্টেইনার উঠানামা, পরিবহন ও ব্যবস্থাপনায় গেল বছর শীর্ষে ছিল কেডিএস লজিস্টিকস। ২০২২ সালে বেসরকারীখাতের ২০টি কন্টেইনার ডিপোর মধ্যে এই ডিপোতে সবচে বেশি কন্টেইনার ব্যবস্থাপনা হয়েছে।
একক ডিপো হিসেবে রপ্তানি পণ্য ব্যবস্থাপনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (পূর্ব ও পশ্চিম)। এ ছাড়া এমজিএইচ গ্রুপের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড তৃতীয়, এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চতুর্থ ও ইনকনট্রেড লিমিটেড পঞ্চম স্থানে রয়েছে। বিএম ডিপো আগের অবস্থান হারিয়েছে। রপ্তানি পণ্য ব্যবস্থাপনায় এই ডিপোর অবস্থান তিন ধাপ কমে দশম স্থানে নেমেছে।
তিন বছর আগে চট্টগ্রামের কাট্টলিতে চালু হওয়া ‘ইস্পাহানি-সামিট অ্যালায়েন্স টার্মিনাল’ দুই ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে উন্নীত হয়েছে। ইস্পাহানি গ্রুপ, সামিট ও অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেডের
উল্লেখ্য, বর্তমানে দেশে চালু থাকা ২১টি ডিপোর মধ্যে ২০টিতে রপ্তানি পণ্য ব্যবস্থাপনা হয়। এ ২০টি ডিপো ১৬টি শিল্প গ্রুপের। এর মধ্যে কেডিএস লজিস্টিকস ২০২২ সালে ১ লাখ ১৮ হাজার কনটেইনার (২০ ফুট দীর্ঘ হিসেবে) রপ্তানি পণ্য ব্যবস্থাপনা করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এ ডিপোর আয়তন প্রায় ৩০ একর।
জানতে চাইলে কেডিএস লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক আহসানুল কবির বলেন, পর্যাপ্ত যন্ত্রপাতি, চার লাখ বর্গফুটের বিশাল চারটি ছাউনি ও গুণগত সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে কেডিএস লজিস্টিকস।
বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির হিসাবে, ২০২২ সালে এসব ডিপোর মাধ্যমে ৭ লাখ ৪৩ হাজার কনটেইনারে পণ্য রপ্তানি হয়; যা ২০২১ সালের তুলনায় রপ্তানি কনটেইনার বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। গত বছর ২০টি ডিপো রপ্তানি পণ্য ব্যবস্থাপনা করে সাড়ে ৬০০ কোটি টাকার রমরমা ব্যবসা করেছে।